ম্যানচেস্টার সিটি-
শক্তি-
সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত দলের। রিয়াল মাদ্রিদ-কে দাপট দেখিয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দল। দুর্দান্ত ফর্মে রয়েছেন মাঝমাঠের তারকা, এই মুহুর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার কেভিন দি ব্রুইন, যা নিঃসন্দেহে স্বস্তি দেবে ম্যানেজার পেপ গুয়ার্দিওয়ালা-কে।
দুর্বলতা-
চলতি বছরে ডিফেন্স বারবার ভুগিয়েছে সিটি-কে। তা নিয়ে মাথাব্যথা এখনও যায়নি পেপ গুয়ার্দিওয়ালার।