বার্সার সঙ্গে সম্পর্ক শেষ মেসির, জীবনে প্রথমবার ফ্রি এজেন্ট হলেন ফুটবল জাদুকর

৩০ জুনের মধ্যে মেসিকে সই করাতে ব্যর্থ হল বার্সেলোনা। জীবনে প্রথমবার ফ্রি এজেন্ট হলেন এলএমটেন। ফলে পৃথিবীর যে কোনও ক্লাবে খেলায় কোনওরকম বাধা রউল না মেসির। তবে এখনও মেসিকে ধরে রাখার বিশয়ে আশাবাদী বার্সা।
 

Sudip Paul | Published : Jul 1, 2021 8:01 AM IST / Updated: Jul 01 2021, 01:35 PM IST
110
বার্সার সঙ্গে সম্পর্ক শেষ মেসির, জীবনে প্রথমবার ফ্রি এজেন্ট হলেন ফুটবল জাদুকর

সরকারিভাবে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল লিওনেল মেসির। ৩০ জুন ২০২১ পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন মেসি। পয়লা জুলাই থেকে জীবনে প্রথম বার ফ্রি এজেন্ট হলেন মেসি।
 

210

ফুটবলের ভাষায় ফ্রি এজেন্টের অর্থ হল কোনও দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন মেসি। ফলে চাইলে নিজের ইচ্ছামত যে কোনও ক্লাবে সই করতে পারবেন তিনি।
 

310

এতদিন পর্যন্ত যেসকল তাবড়া তাবড় ক্লাবরা মেসিকে দলে নিতে চাইতেন, তারা এবার অনায়াসে লোভনীয় অফার নিয়ে মেসির এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারে। 

410

গতবার যখন মেসি বার্সা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিল তখন পিএসজি, ম্যান সিটি, জুভেন্তাসের মত ক্লাবরা মেসিকে নিতে ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু বার্সার সঙ্গে চুক্তির কারণে শেষ পর্যন্ত বার্সাতেই থেকে গিয়েছিলেম মেসি।
 

510

তবে এবারও শোনা যাচ্ছে এই তিন বড় ক্লাবই ঝাঁপাতে পারে মেসির জন্য। তবে গতবার পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে মেসির সুসম্পর্কের কারণে শোনা গিয়েছিল ম্যান সিটির সঙ্গে কতা প্রায় পাকা হয়ে ছিল। এবারও কি ইংল্যান্ডেই পারি জমাবেন মেসি তার জন্য অপেক্ষা করতে হবে।
 

610

তবে বার্সা কর্তৃপক্ষ এখনও আশাবাদী মেসিকে পুনরায় সই করানোর বিষয়ে। মেসির বাবা এবং এজেন্ট জর্জ মেসির সঙ্গে ক্লাবের কথাও চলছে। যদিও মেসি সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি।

710

মেসির ফের বার্সায় সই করানো নিয়ে বেশ কিছু সমস্যাও রয়েছে। মেসি যে পরিমাণ টাকা চাইছেন, সেটা বার্সা চাইলেও দিতে পারবে না। কারণ, স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়ম অনুযায়ী তা আইনে আটকাবে। 

810

এছাড়াও বার্সেলোনার বর্তমানে বাজারে দেনা রয়েছে ৮৯ হাজার কোটি টাকা। কোভিডের কারণে ক্লাবের আয়ও কমে গিয়েছে অনেকটাই। ফলে মেসিকে ধরে রাখাটা সত্যিই চ্যালেঞ্জ বার্সার।

910

বর্তমানে নিজের দলবদল নিয়ে কোনও মন্তব্য করেননি লিওনেল মেসি। ব্যস্ত রয়েছেন জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকা খেলতে। দেশকে ট্রফি এনে দেওয়াই লক্ষ্য মেসির।

1010

ফলে বার্সাতেই থেকে যাবেন মেসি নাকি অন্য কোনও ক্লাব প্রথমবার আধুনিক ফুটবলের জাদুকরকে সই করিয়ে চমক দেবে, তার জন্য আর কিছুটা অপেক্ষা করতেই হবে মেসি ভক্ত থেকে শুরু করে গোটা ফুটবল বিশ্বকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos