জার্মানিতে প্রকাশ হয়েছে ভালদানোর বই। সেখানে তিনি লিখেছেন,'মারাদোনা অনুশীলনেও একই কাজ করত। ওটাই প্রথম বার ছিল না। যখন আমি অনুশীলনে কর্নার নিতাম, ও ভাসানো বলের শেষ পর্যন্ত পৌঁছে কোনও না কোনও ভাবে প্রতি বার সেটা জালে ঠেলে দিত। মাঝে মাঝে কেউ কেউ জিজ্ঞাসা করত, ‘এটা কী করে হল?’ তখন বাকিরা বলত, ‘তোমরা দেখতে পাওনি? ও তো হাত দিয়ে গোল করল।'