অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন মেসি ও অ্যান্তোনেলা রোকুজ্জো, মহামারীতে ঘুরতে গিয়ে বিতর্কে মেসি-সুয়ারেজ

করোনা আবহে ফুটবল ফিরলেও, জারি রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ। কিন্তু সেই নিষেধ উপেক্ষা করে সপরিবারে বেড়াতে গিয়ে বিতর্কে জড়ালেন লিওনেলি মেসি ও লুইস সুয়ারেজ। প্রকাশ্যে এল দুই ফুটবল তারকার ছুটি কাটানোর নানা মুহূর্তের ছবিও।
 

Sudip Paul | Published : Jul 25, 2020 7:49 AM IST / Updated: May 31 2023, 07:23 AM IST
19
লিও মেসি

হাতছাড়া হয়েছে লা লিগার খেতাব। দলের অন্দরে কোচ্র সঙ্গে প্রকাশ্যে এসেছে তারকা প্লেয়ারদের দুরত্ব। বর্তমানে বার্সার পাখির চোখ চ্যাম্পিয়নস লিগ। আগামী ৮ অগাস্ট ঘরের মাঠে নাপোলির বিরুদ্ধে নামবে বার্সা। তার আগে কিছুটা সতেজ হওয়ার জন্য ঘুরতে গিয়ে বিতর্কে জড়ালেন বার্সেলোনার দুই তারকা ফুটবলার লিও মেসি ও লুইস সুয়ারেজ।

29
লিও মেসি

স্পেনে করোনার প্রকোপ কিছুটা কমলেও কাতালোনিয়ায় বেশ কিছু অঞ্চলে ফের করোনা থাবা বসিয়েছে৷ মারণ এই ভাইরাসের সংক্রমণ রুখতে সরকারের তরফে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷ কিন্তু বার্সেলোনার দুই তারকা ফুটবলার লিও মেসি ও লুইস সুয়ারেজ তা অমান্য করেই ইবিজায় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন।
 

39
লিও মেসি

ইবিজা শহরে বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের নানা ছবি প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়িয়েছেন মেসি৷   যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
 

49
লিও মেসি

৩৩ বছর বয়সি এই ফুটবল তারকার বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ তাঁর পরিবারের সঙ্গে একই সঙ্গে ছুটি কাটাচ্ছেন৷ বন্ধুদের সঙ্গে একটি ইয়টে ছুটি কাটানোর সময় নিজের হট পিকও সোশাল মিডিয়া আপলোড করেছেন মেসি৷

59
লিও মেসি

প্রকাশ্যে এসেছে দুই ফুটবল তারকার একসঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্তের ছবিও। কখনও জেট স্কি নিয়ে সমুদ্রের জলে আলোড়ন তুলছেন মেসি-সুয়ারেস। কখনও আবার প্রমোদতরীর ডেকে বসে রোদ পোহাচ্ছেন বার্সার সেরা দুই অস্ত্র। 

69
লিও মেসি

মেসি একাও যে বেশ খোশ মেজাজে ছুটি কাটাচ্ছেন সেই ছবিও সামনে এসেছে। ডেস্টিনেশনের প্রাকৃতিক সৌন্দর্য্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন বার্সা তারকা। দীর্ঘ দিন পর বাড়ির বাইরে বেরোনোয় খুশি বার্সা তারকা।
 

79
লিও মেসি


ফুরফুরে মেজাজে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বার্সার অন্য তারকা সুয়ারেজও। স্ত্রীর সঙ্গে বোটে দাঁড়িয়ে বেশ হালকা মেজাজেই পাওয়া গেল লুইস সুরাজকে।
 

89
লিও মেসি

মেসি ও সুয়ারেজ একসঙ্গে সমুদ্রে ড্রাইভ দেওয়ার ছবিও দেখা প্রকাশ্যে এসেছে। সমু্দ্র স্নানের  মজা নিচ্ছেন বার্সার দুই ফুটবল তারকা। দীর্ঘদিন পর বেশ আমেজেই ছুটি কাটিয়েছেন মেসি ও সুয়ারেজ।
 

99
লিও মেসি

ইবিজার ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লিও৷ ইনস্টাগ্রামে ১৬০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর৷ তিনি লিখেছেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য হোটেলসভিভে আমাদের বন্ধুদের ধন্যবাদ। আমাদের একটা দারুন দিন ছিল!’কিন্তু কেনও হঠাৎ প্রশাসনিক নির্দেশ অনাম্য করে ছুটি কাটাতে গেলেন মেসি ও সুয়ারেজ। সঙ্গে আবার পরিবার। এই করোনা আবহে কেনও নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি নিলেন মেসি ও সুয়ারেজ তা নিয়েও উঠছে প্রশ্ন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos