ইবিজার ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লিও৷ ইনস্টাগ্রামে ১৬০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর৷ তিনি লিখেছেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য হোটেলসভিভে আমাদের বন্ধুদের ধন্যবাদ। আমাদের একটা দারুন দিন ছিল!’কিন্তু কেনও হঠাৎ প্রশাসনিক নির্দেশ অনাম্য করে ছুটি কাটাতে গেলেন মেসি ও সুয়ারেজ। সঙ্গে আবার পরিবার। এই করোনা আবহে কেনও নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি নিলেন মেসি ও সুয়ারেজ তা নিয়েও উঠছে প্রশ্ন।