অন্য মহিলার সঙ্গে সঙ্গমরত অবস্থায় নাকি হাতেনাতে পড়েছেন ধরা, বিচ্ছেদ পিকে-শাকিরা জুটির

দীর্ঘ ১২ বছরের সম্পর্ক। বিয়ে না করলেও রয়েছে দুটি সন্তান। বিশ্ব ফুটবলের তারকা জুটির মধ্যে অন্যতম সেরা ছিলেন পিকে (Gerard Pique) ও শাকিরা (Shakira)। কিন্তু বিগত  বেশ কিছু দিনের জল্পনা সত্যি করে অবসেষে ব্রেকআপ (Breakup) হল পিকে ও শাকিরার। ফুটবল তারকার পরকীয়ার কারমেই সম্পর্কে ইতি বলে খবর। 

Sudip Paul | Published : Jun 4, 2022 9:39 PM
18
অন্য মহিলার সঙ্গে সঙ্গমরত অবস্থায় নাকি হাতেনাতে পড়েছেন ধরা, বিচ্ছেদ পিকে-শাকিরা জুটির

বিশ্ব ফুটবলে যে সকল জুটিরা সবথেকে বেশি আলোচনায় থাকেন তাদের মধ্যে অন্যতম হল প্রাক্তন স্প্যানিশ তারকা ফুটবলার পিকে ও পপ সম্রাজ্ঞী শাকিরা। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি বার্সোলোনার হয়ে একাধিক ট্রফি জিতেছেন পিকে। অপরদিকে নিজের গান ও নাচের জাদুতে পুরো পৃথিবীকে মোহাচ্ছন্ন করেছেন শাকিরা।
 

28

বিয়ে না করলেও দীর্ঘ ১২ বছর ধরে সম্পর্কে ছিলেন পিকে ও শাকিরা। তাদের রয়েছে দুটি সন্তানও।  তাদের সম্পর্কের রসায়ন খুব ভালো বলেই এতদিন জেনে এসেছে গোটা বিশ্ব।এই সম্পর্ক টিকিয়ে রাখতেই তারা নাকি বিয়ে করছিলেন না। কিন্তু  শেষ রক্ষা হলনা।
 

38

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, বার্সেলোনার স্প্যানিশ তারকার অন্য মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা। দুই তারকাই একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আলাদা হয়ে যাচ্ছি, এই মুহুর্তে সন্তানরাই আমাদের প্রাধান্য। আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানানো হোক।”

48

স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি সম্প্রতি অন্য মহিলার সঙ্গে স্পর্কে জড়িয়ে পড়েন পিকে। তা হাতে নাতে ধরেও ফেলেন শাকিরা। এমনকী পিকেকে অন্য নারীর সঙ্গে যৌন সঙ্গমের সময় দেখে ফেলেন শাকিরা। যদিও এই বিষয়ে প্রকাশ্য কোনও কোনও মুখ খোলেননি শাকিরা ও পিকে।
 

58

এক সপ্তাহ ধরে নাকি তিনি আলাদা থাকছেন। তিনি বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা ক্লাব সতীর্থ রিকে পুচ ও বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন। প্রেমিকার কাছে ধরা খাওয়ার পর ৩৫ বছরের পিকে নাকি এখন উদ্দাম জীবন যাপন করছেন। প্রতিদিনই বিভিন্ন নারী সঙ্গীকে নিয়ে পার্টি করছেন, চলছে রাত্রিযাপনও। 
 

68

গত মার্চের পর পিকেকে নিয়ে সোশ্যাল সাইটে কোনো পোস্ট করেননি ৪৫ বছর বয়সী কলম্বিয়ান শিল্পী শাকিরা। অন্যদিকে পিকেও বেশ কিছুদিন ধরেই সোশ্যাল সাইটে শাকিরাকে নিয়ে কোনো পোস্ট করছিলেন না। সব মিলিয়ে দুই ভুবনের দুই তারকার এই সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছে এল পিরিওদিকো। পিকের বন্ধুবান্ধব মহল থেকে অবশ্য কিছু কথা শোনা যায়নি।

78

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় থেকে আলাপ পিকে-শাকিরার। সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রেমে এবং অবশেষে এক সঙ্গে ঘর করা। সেলেব কাপলদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন তাঁরা। তাঁদের এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই হতাশ করবে কোটি কোটি সমর্থকদের। 
 

88

তবে বিষয়টি নিয়ে বেশি জল ঘোলা পছন্দ করছেন না শাকিরা ও পিকে। তাঁদের দুই সন্তান রয়েছে। দু’জনেই জানিয়েছেন, সন্তানরা তাঁদের কাছে সবচেয়ে আগে। ফলে গোটা বিষয়টিতেই গোপনীয়তা রাখতে চান তাঁরা। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos