প্রতি বছর ২৯ জুলাই 'গ্লোবাল টাইগার ডে' বা 'বিশ্ব বাঘ দিবস' পালন করা হয়। বাঘকে নিয়ে কৌতূহলের শেষ নেই এই বিশেষ প্রণীকে নিয়ে। এর আগেও বাঘকে নিয়ে বিভিন্ন লেখা লেখি হয়েছে, এবার 'বাঘের দিন' নামে একটি বিশেষ তথ্যচিত্র নির্মাণ করেছেন কোরক বসু, লিখেছেন তন্ময় চক্রবর্তী, ভিডিওগ্রাফি করেছেন পলাশ দাস, সঙ্গীত-এ সৌমেন্দু দাস।