স্টাইলিশ টপের নীচ দিয়ে উঁকি মারুর একটি গোল ভুঁড়ি তা কেউই চান না। যে কোনও সাজই ভেস্তে যেতে পারে শরীরের মধ্যভাগের এই ফ্যাটের জন্য। ওজন বাড়তে শুরু করলে সবার আগে ভুড়ি দেখা দেয়। আর এই ভুঁড়ি কমানো সহজ কথা নয়। হাজার এক্সারসাইজ করেও অনেক সময় লাভ হয় না। হাত, পা কিংবা শরীরের বাকি অংশের তুলনায় পেটের মেদ কমতে বিস্তর সময় নেয়। আজ টোটকা রইল পেটের মেদ নিয়ে। চাইলে মাত্রা ১ সপ্তাহে কমিয়ে ফেলতে পারেন পেটের মেদ। এর জন্য কঠিন এক্সারসাইজ নয়, বরং মেনে চলতে হবে সহজ কয়টি নিয়ম। জেনে নিন কী কী করলে সপ্তাখানেকের মধ্যে কমবে পেটের মেদ। রইল টিপস।