ICMR-র আলোর পথ, করোনা তাড়াতে অ্য়ান্টিসেরাম

Published : Oct 04, 2020, 05:30 PM IST

আসিএমআর সূত্রে জানানো হয়েছে যে,পূর্বে তৈরি করোনার প্রতিষেধক মানবদেহে প্রবেশ করিয়ে রোগকে প্রতিহত করার কথা। এটা অনেকটাই প্লাজমা থেরাপির মতো।প্লাজমা থেরাপির ক্ষেত্রে অসুস্থ ব্যক্তির শরীরে করোনা মুক্ত ব্যাক্তির প্লাজমা  প্রবেশ করিয়ে সুস্থ করার ট্রায়াল চলছে।  আইসিএমআর-এর দাবি এতে আরও নতুন দিক খুলে যাবে।

PREV
15
ICMR-র আলোর পথ, করোনা তাড়াতে অ্য়ান্টিসেরাম

 
 সাপে কাটা রোগীর ক্ষেত্রে যেমন ব্য়বহার হয় অ্য়ান্টি ভেনাম, এবার অ্য়ান্টিসেরাম ব্য়বহার করা হবে করোনাকে বিদায় জানাতে। 

25

আসিএমআর সূত্রে জানানো হয়েছে যে,পূর্বে তৈরি করোনার প্রতিষেধক মানবদেহে প্রবেশ করিয়ে রোগকে প্রতিহত করার কথা। এটা অনেকটাই প্লাজমা থেরাপির মতো।
 

35


আসিএমআর সূত্রে আরও জানানো হয়েছে , পরিস্রুত অ্য়ান্টিসিরাম অর্থাৎ করোনাভাইরাসের প্রতিষেধক যদি কোনও করোনা আক্রান্তের দেহে প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে ভাইরাসের বিরুদ্ধে সহজের লড়াই করা সম্ভব হবে।

45

এরফলে শরীরে উপস্থিত অ্য়ান্টিবডি আরও জোরদার হয়। কেন্দ্রীয় সংস্থা সিডিএসসিও এই ধরেণের ভ্যাকসিন তৈরিতে অনুমতি দিয়েছে।
 

55

প্লাজমা থেরাপির ক্ষেত্রে অসুস্থ ব্যক্তির শরীরে করোনা মুক্ত ব্যাক্তির প্লাজমা  প্রবেশ করিয়ে সুস্থ করার ট্রায়াল চলছে।  আইসিএমআর-এর দাবি এতে আরও নতুন দিক খুলে যাবে।

 

click me!

Recommended Stories