রোগের প্রথম দিকে সকলে নিয়ম মেনে চললেও, পরে সব নিয়ম ভুলতে বসে। এবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খান তুলসী পাতা। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি গবেষণা হয়। সেখানে ৬০ জন ডায়াবেটিস রোগীকে নিয়মিত ওষুধ খেতে বলা হয়। আর ৩০ জনকে তুলসী খেতে নির্দেষ দেওয়া হয়। ৯০ দিনের এই পরীক্ষায় জানা যায় যারা তুলসী খাচ্ছেন তাদের ডায়াবেটিসও ছিল নিয়ন্ত্রণে।