রোগা হওয়ার জন্য বেশি পরিমাণে লেবু খাচ্ছেন, সাবধান শরীরে হতে পারে ভয়ানক ক্ষতি

অনেকেই রোগা হওয়ার জন্য ডায়েটে লেবু রাখেন। লেবু শরীরে পক্ষে ভালো। কিন্তু রাতারাতি রোগা হতে পারব, এমন ধারণা থেকে অনেকে অতিরিক্ত লেবু খেতে শুরু করে দেন, তাদের কিন্তু ভয়ানক সমস্যায় পড়তে হতে পারে, তাই আগে থেকে সতর্ক হয়ে যান। 

Jayita Chandra | Published : Jan 29, 2021 12:13 PM IST
18
রোগা হওয়ার জন্য বেশি পরিমাণে লেবু খাচ্ছেন, সাবধান শরীরে হতে পারে ভয়ানক ক্ষতি

লেবু অতিরিক্ত মাত্রায় খেলে তা থেকে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই মেপে দিনে যতটা পরিমাণ প্রয়োজন ততটা খান। 

28

বুকে জ্বালা জ্বালা ভাব হতে পারে। নিয়মিত লেবু খেলে এই ধরনের নানা সমস্যা দেখা যায়। অনেকেই বলে থাকেন লেবু খাওয়া ভালো। 

38

কিন্তু এর খারাপ দিকটাও জেনে রাখা উচিৎ। কিডনিতে সমস্যা দেখা দিতে পারে লেবু খেলে। লেবুর খোসাতে অক্সালেটেড থাকে, যার ফলে কিডনিতে পাথর জন্মায়। 

48

দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। লেবু বেশি পরিমাণে খেলে অ্যাসিডের প্রভাব পড়ে দাঁতের ওপর। তা থেকে ক্ষয় হয়। 

58

গায়ে ফোঁড়ার সমস্যা বা ব্রণ সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বেশি পরিমাণে লেবু খেলে। তাই অতিরিক্ত লেবু এড়িয়ে যাওয়াই ভালো। 

68

বারে বারে বাথরুমে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে লেবু খেলে। কিংবা শরীর শুকিয়েও যেতে পারে অনেক সময়। 

78

মাইগ্রেনের সমস্যা রয়েছে যাঁদের তাঁদেরকে লেবু খেতে মানা করে থাকেন ডাক্তারেরা। তাই লেবু খাওয়া নিয়ে সতর্ক থাকা উচিৎ। 

88

ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos