খাদ্যতালিকায় রাখুন সবুজ সবজি। রোজ ১ বাটি করে সবজি সেদ্ধ খান। ক্যালসিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট, খনিজ-সহ একাধিক উপাদান থাকে সবুজ সবজিতে। তাই রোজ যে কোনওসবজি সেদ্ধ খেলে উপকার পাবেন। এতে যেমন হরমোনের মাত্রা ঠিক থাকবে, তেমনই সুস্বাস্থ্য বজায় থাকবে। খাদ্যতালিকায় রাখুন যে কোনও সবুজ সবজি। খেতে পারেন বাঁধাকপি, ব্রকোলির মতো সবজি।