স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন। এই ট্রেনিং পুরু ও মহিলা উভয়ের জন্য উপকারী। হাড় শক্ত করতে এই ব্যায়াম বেশ কার্যকর। এই ব্যায়ামে হাড়ে ঘনত্ব, শক্তি ও আকৃতি বৃদ্ধি পায়। এমনকী, যে সকল মেয়েদের স্তন ক্যান্সার আছে, তারাও করতে পারেন এই ব্যায়াম। অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া রোগীদের জন্যও এটি উপকারী।