রোজ লম্বা রাস্তা হাঁটুন। ডাক্তার হাঁটতে বলেছে বলে ছাদে হাঁটা শুরু করলেন আর এতে বারে বারে পাক খেলে হচ্ছে, এমন হাঁটায় লাভ নেই। সোজা রাস্তা হাঁটলে তবেই উপকার পাবেন। ছাদ যদি লম্বা হয়, তাহলে হাঁটতে পারেন। বারে বারে পাক খেলে মাথা ঘুয়ে যায়। এই কথা মাথায় রেখে হাঁটতে শুরু করুন।