দই
দই অথবা দুধ জমিয়ে তৈরি হওয়া কোন খাবার খালি পেটে খাবেন না। অনেক মায়েরা বাচ্চাদের সকালে দুধ খাওয়ার অভ্যাস করান। সেক্ষেত্রে অবশ্যই দুধের সঙ্গে বিস্কুট, কর্ণফ্লেক্স, ওটস, কিংবা অন্যকিছু খেতে দিন। খালি পেটে এই ধরণের খাবার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এতে অ্যাসিডিটির সমস্যা বাড়ে।