বাতাস প্রবেশে বাধা
এখন হেডফোন কেনার সময় আমরা দেখেনি এয়ার-টাইট কিনা। হেডফোন কোম্পানিগুলি সাউন্ড কোয়ালিটিকে বাড়াতে যতটা সম্ভব এয়ার-টাইট হেডফোনের পথেই হাঁটছে। এতেই বাড়ছে ঝুঁকি। এয়ার-টাইট হেডফোন ব্যাবহার করলে কানে বাতাস ঢুকতে পারে না। যার ফলে কানের সমস্যা দেখা দেয়।