রাতে ভালো ঘুম হচ্ছে না, শোওয়ার আগে এই এই কাণ্ডগুলি ভুলেও ঘটাবেন না

Published : May 07, 2021, 04:28 PM IST

অনেকেই বলে থাকেন আমার রাতে ভালো ঘুম হয় না। কেন তা ভেবে না পেয়ে অনেকেই ঘুমের ওষুধের আশ্রয় নিয়ে থাকেন। কিন্তু প্রাথমিক পর্যায় তা কখনই প্রয়োজন হয় না। আমরা নিজেরাই অনেক ভুল করে থাকি, যার জন্য ঘুমে ঘটে থাকে ব্যাঘাত। কী কী জানেন!

PREV
17
রাতে ভালো ঘুম হচ্ছে না, শোওয়ার আগে এই এই কাণ্ডগুলি ভুলেও ঘটাবেন না

ঘুমোতে যাওয়ার আগে কখনই কোন মিন্ট বা ফ্লেভার মাজন দিয়ে দাঁত নামাজেই ভালো। এতে সতেজ ভাব থাকায় ঘুম কেটে যায়।

27

হজম ক্ষমতা ভালো রাখার জন্য অনেকেই খাওয়া-দাওয়ার পর চা বা কফি খেয়ে থাকেন। কিন্তু তো ঘুমের জন্য কখনোই উপাদেয় নয়।

37

রাতে অনেকই তেল মসলাজাতীয় খাবার খেয়ে থাকেন। এটি শরীরের জটিলতা বাড়ে। গ্যাস হজমের সমস্যায় ঘুমে ব্যাঘাত ঘটে।

47

রাতে শুতে যাওয়ার আগে কখনই স্নান করা উচিত নয় ঠাণ্ডা জলে। এতে শরীর ফ্রেশ হয়ে যায় ও ঘুম কেটে যায়।

57

সেটি সব সময় অনেকেই আছেন যারা ফোন নিয়ে থাকেন। ফোনের মধ্যে থাকা ব্লুরে ঘুমের ব্যাঘাত ঘটায়। এই কারণেই মধ্য রাত অবধি অনেকের চোখে ঘুম আসে না।

67

অনেকেই আছেন যাদের রাতে শুতে যাওয়ার আগে বই পড়া স্বভাব। এই গুণ ভালো কিন্তু যদি গল্পে কোন ইন্টারেস্টিং মোড় থাকে তবে তা রেখে অনেক শুতে পারেননা।

77

ঘুমোতে যাওয়ার আগে কখনোই ধূমপান করা উচিত নয়। ধূমপান করলে ঘুমে ব্যাঘাত ঘটে। এই সময় ধূমপানে এড়িয়ে চলুন।

click me!

Recommended Stories