Fat to Fit, ৭ দিন কমবে ৭ কেজি ওজন, পুজোর আগে মেদ ঝরাতে আজ থেকেই শুরু করে দিন 'GM Diet'

গতকাল থেকেই দেবীপক্ষের সূচনা হয়েছে। মা আসছেন। ইতিমধ্যেই দেবী দূর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। করোনাকালে মহাসঙ্কটের মধ্যেও মা দুর্গার আগমনে খুশির রেশ বাঙালির মনে। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, এখনই হল লাস্ট টাইমে ওজন ঝরানোর পালা। কিন্তু কীভাবে ফ্যাট ঝরাবেন  মাত্র ৭ দিনে তা নিয়ে নাজেহাল। এবার পুজোর আগে মাত্র কয়েকদিনে শুরু করে দিন জেনারেল মোটরস ডায়েট যা গোটা বিশ্বে জিএম ডায়েট প্ল্যান নামে পরিচিত। কী এই বিশেষ ডায়েট, দেখে নিন একনজরে। 

Riya Das | Published : Oct 7, 2021 12:19 PM
17
Fat to Fit, ৭ দিন কমবে ৭ কেজি ওজন, পুজোর আগে মেদ ঝরাতে আজ থেকেই শুরু করে দিন 'GM Diet'

জেনারেল মোটরস ডায়েট যা গোটা বিশ্বে জিএম ডায়েট প্ল্যান (GM Diet Plan) নামে পরিচিত। এই ডায়েটের ৭ দিন ৭ রকমের খাবার খেতে হবে। প্রথম দিন সকাল ও সন্ধ্যায় শুধু ফল খাবেন। চাইলে খেতে পারেন গ্রিন টি তবে অবশ্যই চিনি ছাড়া। ফলের মধ্যে বেশি করে তরমুজ ও লেবু জাতীয় ফল খান। তবে কলা না খাওয়াই ভাল। প্রচুর পরিমাণে জল খাবেন।

27

জিএম ডায়েটের দ্বিতীয় দিনে রাখবেন বিভিন্ন ধরনের সব্জি। সকালের ব্রেকফাস্টে ১ টা আলু সেদ্ধ সঙ্গে মাখন দিয়ে খেতে পারেন। সব্জি সেদ্ধ করে খাওয়াটা শরীরের জন্য ভাল। শসা খাবেন বেশি পরিমাণে। ৭-৮ গ্লাস জল খাবেন নিয়ম করে।

37


ডায়েটের তৃতীয় দিনে ফল আর সব্জি দুটোই খেতে পারেন। ফলের মধ্যে যা-ই খাবেন কিন্তু কলা খাবেন না। জলের পরিমাণ কমানো যাবে না। প্রচুর পরিমাণে জল খেতে হবে।
 

 

47

জিএম ডায়েটের চতুর্থ দিনে দুধ আর কলা খাবেন। ৬-৭ টি কলা ও ৩-৪ গ্লাস দুধ খেতে পারেন। টক দই রাখতে পারেন ডায়েটে। কিন্তু বাইরে আর কিছু খাবেন না।
 

57

ডায়েটের পঞ্চম দিনে  অন্যান্য দিনের চেয়ে অনেকটাই আলাদা। কারণ সেদিনের ডায়েটে থাকবে চিকেন বা মাছ। তবে শুধু চিকেনই নয় সঙ্গে টমেটো খেতে পারবেন। যারা নিরামিষ খান তারা ব্রাউন রাইস বা কটেজ চিজ খেতে পারেন। ১০ গ্লাস জল খাবেন নিয়ম করে। 

67

ডায়েটের ষষ্ঠ দিনে খাবেন চিকেন। তবে যদি পরপর  দুদিন চিকেন খেতে ভাল না লাগে তালে পনির কিংবা ব্রাউন রাইস খেতে পারেন। তার সঙ্গে নিজের পছন্দের যে কোনও সব্জি রাখবেন। তবে সব্জির মধ্যে আলু রাখবেন না।  সঙ্গে ১০ গ্লাস জল খাবেন।

77

ডায়েটের একবারে শেষ অর্থাৎ সপ্তম দিনে ব্রাউন রাইসের খিচুড়ি, ফল, সব্জি, ফলের রস খেতে পারবেন। কিন্তু সেইদিনটা প্রাণীজ প্রোটিন খাওয়া চলবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos