ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখুন থাইরয়েডের সমস্যা, মুক্তি পেতে নামমাত্র বদল আনুন ডায়েটে

থাইরয়েডের সমস্যায় অনেকের মধ্যেই বর্তমানে লক্ষ্য করা যায়। চিকিৎসকদের মতে, মহিলাদের মধ্যে এই সমস্যার পরিমান অনেক বেশি। থাইওয়েড গ্রন্থি বা থাইরয়েড হল অন্তঃক্ষরা গ্রন্থি যার অবস্থান গলায়। পুরুষের এডাম'স এপলের ঠিক নিচে এর অবস্থান। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। নির্দিষ্টি পরিমানের তুলনায় কম বা বেশি পরিমানে হরমোন নিঃসৃত হলেই শুরু হয় থাইরয়েডের সমস্যা। এই হরমোনগুলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করে। থাইরয়েড হরমোনের মধ্যে ট্রাইডোথাইরোনাইন  টি-থ্রি ও থাইরক্সিন  টি-ফোর আয়োডিন ও টাইরোসিন দ্বারা গঠিত হয়।থাইরয়েড ক্যালসিটোনিন নামক এক ধরনের হরমোন তৈরি করে যা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে প্রভাব ফেলতে সক্ষম। সাধারন কিছু নিয়ম মেনে চললে খুব সহজেই কাবু করা যায় থাইরয়েডের এই সমস্যাকে। এর জন্য পরিবর্তন আনতে হবে আপনার খাবার পাতে। তবেই খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন থাইরয়েডের সমস্যা। জেনে নেওয়া যাক উপায়গুলি-

deblina dey | Published : Dec 19, 2020 7:53 AM IST
110
ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখুন থাইরয়েডের সমস্যা, মুক্তি পেতে নামমাত্র বদল আনুন ডায়েটে

থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন রাতে পর্যাপ্ত পরিমানে ঘুম। 

210

যদি আপনার রাতে ঘুমের সমস্যা থাকে তবে দিনের বেলায় ঘুমিয়ে নিন। 

310

শরীরে পর্যাপ্ত বিশ্রামের ঘাটতি দেখা দিলেই এই সমস্যা বৃদ্ধি পেতে পারে। 

410

এছাড়া একইসঙ্গে খাবার পাতের রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার।

510

প্রতিদিনের ডায়েটে রাখুন, চিজ, পনির, ডিম, চিকেন- এই ধরনের খাবার থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 

610

এছাড়াও প্রতিদিন শরীরচর্চা ও ব্যায়াম করা অত্যন্ত জরুরী। 

710

থাইরয়েডের সমস্যা থেকে থাকলে প্রতিদিন নিয়ম করে হাঁটুন, সাইকেলিং বা সাঁতার খুবই প্রয়োজন। 

810

এছাড়া খাওয়ার সময় আয়োডিন সমৃদ্ধ লবন রান্নায় ব্যবহার করতে পারেন। 

910

 সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, ফল, দুধ, স্ট্রবেরি আয়োডিন সমৃদ্ধ খাবার। 

1010

থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে মাথায় রাখুন এই বিষয়গুলি। তবে সমস্যা এড়াতে অবশ্যই পরামর্শ নিন চিকিৎসকের। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos