সারাদিন একভাবে বসে থাকা তো আছেই অন্য দিকে, বয়স ৪০-এর কোটায় পা রাখলেও হয় এমন ব্যথা। কোমরে ব্যথার কোনও নির্দিষ্ট বয়স নেই। এই সমস্যা যে কোনও সময় হতে পারে। সমস্যা থেকে বাঁচতে বদল আনুন খাদ্যাভ্যাসে। তবে, যদি সমস্যা বেশি দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। মেরুদন্ডে টিউমার, হাড়ের ক্ষয় হলে এমন সমস্যা হতে পারে।