ডায়াবেটিসের (Diabetes) রোগী আজ ঘরে ঘরে। বয়স ৩০ পার করল কি না, একে পর এক রোগ বাসা বাঁধে শরীরে। এর মধ্যে যেমন রয়েছে, হার্টের রোগ, কিডনির রোগ। তেমনই অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। এই রোগ একবার শরীরে বাসা বাঁধা মানে তার থেকে দেখা দেয় নানা রকম জটিলতা। ডায়াবেটিসকে স্লো পয়জেন (Slow Poison) বলা হয়। এই রোগে একবার আক্রান্ত হলে তা ধীরে ধীরে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে থাকে। ডায়াবেটিসের জন্য চোখের (Eye) সমস্যা, কিডনির (Kidney) রোগ থেকে শুরু করে হার্টের রোগের মতো নানা রকম সমস্যা দেখা দেয়। এবার ডায়াবেটিস থেকে বাঁচতে আগে থেকে সতর্ক হন। এই কয়টি কাজ রোজ করুন। এতে ডায়াবেটিস আপনাকে ছুঁতেও পারবে না।