গবেষণায় দেখা গিয়েছে, গ্রামীণ ও অনুন্নত এলাকায় বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় ম্যালেরিয়া রোগে। ম্যালেরিয়া আসলে এক ধরনের পরজীবী প্লাজমোডিয়াম দ্বারা ছড়ানো একটি রোগ। এটি শরীরে প্রবেশ করে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। এর থেকে হতে পারে মৃত্যু। রোগ থেকে বাঁচতে চারিদিক পরিষ্কার রাখতে হবে। তাহলে ম্যালেরিয়ার মশা জন্মাতে পারবে না।