অনবরত কাশি। বিশেষ করে রাত ও ভোরের দিকে বেশি কাশি হলে উপেক্ষা করবেন না। হাঁপানির রোগীদের এমন সমস্যা দেখা দেয়। এমনকী, বুকে চাপ, নিঃশ্বাসে ঘরঘর শব্দ হলে সতর্ক হন। ডাক্তারি পরামর্শ তো নেবেনই, সঙ্গে মেনে চলুন ঘরোয়া টোটকা। ঘরোয়া উপকরণে এমন কিছু গুণ আছে, যা এই রোগের ওষুধের কাজ করে।