মোশন সিকনেস খুবই বিরক্তিকর একটি সমস্যা তা কিন্তু বলার অবকাশ রাখে না। সুন্দর করে সেজেগুছে ভালো মুডে বেড়োলেন আর কিছুক্ষণের মধ্যেই যেন মনে হচ্ছে বমি বমি ভাব, অসহ্য মাথার যন্ত্রনা, শরীরে ক্লান্তি অনুভব---এঅই রকম ঝামেলা নিয়ে কী আর ঘোরার আনন্দ উপভোগ করা যায়! গাড়ি হোক বা নৌকা প্লেন হোক বা জাহাজ কোথাও গিয়েই যেন শান্তি নেই। ছায়ার মত পিছু করে এই মোশন সিকনেস।