গরম কালে যতটা পারবেন ভিড় এড়িয়ে চলুন। অতিরিক্ত জনসমাগমেও এই হিট স্ট্রোক হতে পারে। তাই নিজের সাবধানতা নিজেই বজায় রেখে চলুন। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। এছাড়া ফুল হাতা জামা, সানগ্লাস, ছাতা অবশ্যই নিজের সঙ্গে রাখবেন। এছাড়া সকাল হোক বা বিকাল জল না নিয়ে ভুলেও বাইরে বেরোবেন না।