মধ্য প্রদেশ- মধ্য প্রদেশের ১৩ টি জেলার কাকের নমুনায় বার্ড ফ্লুতে H5N8 সংক্রমণ মিলেছে। মধ্য প্রদেশের জনসংযোগ দফতরের এক কর্মকর্তা বলেছেন, "রাজ্যে ইন্দোর, মন্দসৌড়, আগর মালওয়া, নিমুচ, দেওয়াস, উজ্জয়েন, খান্ডওয়া, খারগোন, গুনা, শিবপুরি, রাজগড়, শাজাপুর এবং বিদিশা - ১৩ টি জেলায় কাকের পাখি ফ্লু এর নমুনা মিলেছে।