সারা বছরই হজমের সমস্যা দেখা দেয়। খাওয়া-দাওয়ার একটু অনিয়ম হলেই অম্বল, গ্যাসের সমস্যায় ভোগেন অনেকে। হজম সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর কর রোগ যোগা করুন। নিয়মিত যোগা করলে দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।এক্ষেত্রে পবনমুক্তাসন করুন। করতে পারেন পার্শ্বসুখাসন, অর্ধ মতসেন্দ্রাসন, ভুজঙ্গাসনের মতো একাধিক আসন।