শুধু ব্যায়াম করলেই হল না। সুস্থ থাকতে চাইলে ব্যায়ামের সঙ্গে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। খাদ্যতালিকায় রাখুন প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদান। সঠিক খাবার না খেলে শরীরে বাড়তে থাকবে জটিলতা। সুস্থ থাকতে চাইলে যতটা পারবেন কম রেস্তোরাঁর খাবার খান। তেমনই এড়িয়ে চলুন প্রসেসড ফুড। এই ধরনের খাবারে অধিক নুন ও চিনি থাকে। যা শারীরিক জটিলতা বৃদ্ধি করে।