ডায়াবেটিস নিয়ে এই ভূল তথ্যগুলো কি আপনিও মানেন, তবে মিটিয়ে ফেলুন এই ভুল ধারনা

মুখে মুখে কথা ছড়াতে খুব বেশি সময় লাগে না। আর তাই সঠিকের থেকে ভুল তথ্যই দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। এমনই কিছু ধারণা রয়েছে মধুমেহ রোগ বা ডায়াবেটিসকে ঘিরে। দেখুন তো এর মধ্যে কোনওটা আপনি জানতেন কি না...

Jayita Chandra | Published : Oct 11, 2020 11:53 PM IST

18
ডায়াবেটিস নিয়ে এই ভূল তথ্যগুলো কি আপনিও মানেন, তবে মিটিয়ে ফেলুন এই ভুল ধারনা

চিনি বা মিষ্টি খেলে সুগার হবে এটা ভূল ধারনা। তবে আগে থেকে সমস্যা থাকলে বা পারিবারিকভাবে সুগাথেকে থাকলে সেক্ষেত্রে মিষ্টি এড়ানো ভাল

28

সুগার ধরা পড়লেই ওষুধ খাবেন না, এমনটাও মনে করে করে থাকেন অনেকে। আসলে সুগার হলেই যে সারা জীবন ওষুধ খেতে হবে তা ভুল। 

38

কেটে যাওয়ার পর রক্ত তাড়াতাড়ি জমাট বেঁধে যাচ্ছে, তার মানেই আপনার রক্তে নেই ডায়াবেটিস, এই ধারনা ভুল। 

48

অনেকে আবার মনে করেন, ডায়াবেটিস রোখ ছোঁয়াচে। কিন্তু তাঁদের ধারনা ভুল। এই রোগ হওয়ার জন্য স্পর্শ কোনও ভুমিকাই কাজ করে না। 

58

সব খাওয়া মানা, সুগার বা ডায়াবেটিস মানেই সব খাওয়া যাবে না, এমনটা নয়। এই ধারনা ভূল। 

68

প্রস্রাবে পিঁপড়ে ধরতে পারে, প্রস্রাবে শর্করার মাত্রা বিপুল পরিমাণে বেড়ে গেলে এটা হতে পারে। কিন্তু তা না হলে যে শরীরে ডায়াবেটিস নেই, তা নয়। 

78

ডায়াবিটিজ হলেই কি প্রেশার বাড়ে, না বাড়ে না, এর সঙ্গে কোনওতাই এমন ধারনা মন থেকে বেড় করে দিতে হবে। প্রত্যক্ষ যোগাযোগ নেই।

88

না খেয়ে থাকলে সুগার কমে যায়। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়। এমনটা কখনই নয়। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos