দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন হলুদ চায়ের গুণে। হলুদের আছে ভিটামিন বি ৩, বি৬, তামা, জিঙ্ক, পটাসিয়াম, আয়রন। যা শরীরে যাবতীয় ঘাটতি পূরণ করে। জোগায় পুষ্টি। সপ্তাহে ২ থেকে ৩ বার খেতে পারেন হলুদ চা। মিলবে উপকার। যে কোনও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমবে এর গুণে।