রান্না ঘরে সারা বছর মজুত থাকে টমেটো। সব রান্নায় স্বাদ ফেরাতে টমেটো দিয়ে থাকেন অনেকে। যে কোনও খাবারে টমেটো যোগ করলেই তার স্বাদে আসে অন্য মাত্রা। আবার রূপচর্চায় টমেটো ব্যবহার করেন অনেকে। সারা বছরই চলে টমেটোর ব্যবহার। এতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার, ডায়াবেটিস ও হার্টের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সঙ্গে ওজন কমাতে বেশ উপকারী টমেটো। সঙ্গে ডায়াবেটিক রোগী ও উচ্চ রক্তচাপ আছে এমন রোগীদের জন্য উপকারী এই সবজি। তবে, জানেন কি নিত্যদিন টমেটো খেলে হতে পারে কঠিন। এবার থেকে টমেটো খাওয়ার আগে মাথায় রাখুন এই কয়টি জিনিস। হতে পারে এমন নানান ক্ষতি।