যেকোনও ধরনের পোশাক গাঢ় ঘুম হওয়া থেকে বঞ্চিত করে। যেমন অনেক সময় ভারী পোশাক থাকার ফলে তার মধ্যে দিয়ে সঠিতভাবে বাতাস প্রবেশ করতে পারে না। আবার অনেক সময় পোশাক টাইট হওয়ায় তা শরীরে সঙ্গে লেগে যায়। ফলে কোনও না কোনও কারণে ঘুম ঠিক ভেঙেই যায়। তাই পোশাক ছাড়া শুলে ঘুম গাঢ় হবে।