মোবাইল সারাক্ষণ আপনার সঙ্গী। ঘুম থেকে ওঠার পর থেকে যত কাজই করুন না কেন মোবাইল সব সময় আপনার হাতে থাকে। ব্যায়াম করার সময়ও মোবাইল সঙ্গে রাখেন। ফোনে মেসেজ ঢুকলে ব্যায়ামের মাঝে তা চেক করেন। এমন অভ্যাস ত্যাগ করুন। যতটুকু সময় ব্যায়াম করবেন, ততটুকু সময় অন্য কোনও দিকে মন দেবেন না।