সয়া স্যসে থাকা অ্যান্টি অক্সিডেন্টগুলো শরীরকে শক্তিশালী করে। এতে থাকে আইসোফ্লাভোন। এই আইসোফ্লাভোনগুলো টেস্টিকুলার ও প্রোস্টেট ক্যান্সার সেলের বিকাশ হতে দেয় না। তাই যারা নিয়মিত সয়া স্যসে তৈরি পদ খান, তাদের শরীরে ক্যান্সার রোগের ঝুঁকি কম হয়। তাই ক্যান্সার থেকে বাঁচতে চাইলে নিজের বদ অভ্যেসগুলো যেমন পরিবর্তন করবেন, তেমনই বদল করুন খাদ্যাভ্যাস।