খাবারের স্বাদ বাড়াতে কিংবা নিত্য নতুন রেসিপি ট্রাই করতে আমরা সকলেই সয়া স্যস ব্যবহার করে থাকি। মাংসের পদ রাঁধতে কিংবা সুস্বাদু চাইনিজ বানাতে, এই সসের ভূমিকা অনস্বীকার্য। স্যুপ তৈরিতে, সালাদে, এমনকী যে কোনও আমিশ ও নিরামিশ পদ রাঁধতে ব্যবহার করা হয় এই স্যস। শুধু স্বাদে নয়, গুণেও সকলকে টেক্কা দিয়েছে সয়া স্যস। ১০০ গ্রাম সয়া স্যসে ভিটামিন বি ৩ থাকে ২০ শতাংশ, ভিটামিন বি ৬ থাকে ১০ শতাংশ, ভিটামিন বি ২ থাকে ৯ শতাংশ, ভিটামিন বি ৯ থাকে ৫ শতাংশ, ভিটামিন বি ১ থাকে ৪ শতাংশ। অন্যদিকে, সোডিয়াম থাকে ২৩ শতাংশ, ম্যাঙ্গানিজ থাকে ২৫ শতাংশ, আয়রন থাকে ১৩ শতাংশ, ফসফরাস থাকে ১৩ শতাংশ, ম্যাগনেশিয়াম থাকে ১০ শতাংশ। আজ জেনে নিন এই স্যসের উপকারীতা।