দীর্ঘ ৯ মাস ধরে মায়ের গর্ভে একটু একটু করে বড় হয়ে ওঠে সন্তান। নানান শারীরিক জটিলতা, নানান কষ্ট সহ্য করে জন্ম দেয় সন্তানের। গর্ভাবস্থা একজন মেয়ের জীবনের সব থেকে সুন্দর সময়। এই সময় প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হয় মেয়েদের। তবে, সবার আগে বোঝা প্রয়োজন আপনি গর্ভধারণ করেছেন কি না। তবে, পিরিয়ড মিস মানেই যে গর্ভবতী হয়ে গিয়েছেন এমন নয়। পিরিয়িড মিস হওয়ার প্রায় ১ সপ্তাহ পর্যন্ত একজন মেয়েকে অপেক্ষা করতে হয়, সে গর্ভবতী কি না তা বোঝার জন্য। আজ রইল ১০টি লক্ষণের কথা। এই লক্ষণগুলো দেখা দেয় পিরিয়ড মিস হওয়ার আগে থেকেই। জেনে নিন কী কী এই লক্ষণ।