মেজাজ পরিবর্তন হতে পারে, খিট খিটে স্বভাব দেখা দেয় গর্ভধারণ করলে। অধিকাংশ বিষয় খিটখিটে মেজাজ, সব জিনিসে অস্বস্তি, এমনকি অবসাদের মতো সমস্যা দেখা দিতে পারে কেউ গর্ভধারণ করলে। তাই বারে বারে মুড সুইং-এর সমস্যা দেখা দিলে ফেলে রাখবেন না। ডাক্তারি পরামর্শ নিন। হতেই পারে, আপনি গর্ভবতী।