নিয়মিত গরম জল খাওয়া থেকে স্নান করছেন, হার্টের রোগীরা এখনই সাবধান হোন, না হলেই চরম বিপদ

দিনের শুরুটা গরম জল দিয়ে না হলে সারা দিনটাই যেন কেমন লাগে। অনেকে আবার সারাদিনে একাধিকবার গরম জল পান করেন। আবার কেউ কেউ তো স্নানের সময়টাতেও গরম জল ব্যবহার করেন। তবে খাবার খাওয়ার পর ভুল করেও গরম জলে স্নান করবেন না।  গরম জল দিয়ে স্নান করলে ত্বকের আদ্রর্তা কমে যায়। গরম জলে স্নান করলে রক্তচাপে পরিবর্তন দেখা যায়। যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু  বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা  অনেকটাই বেড়ে যায়।

Riya Das | Published : Aug 31, 2021 11:34 AM IST
17
নিয়মিত গরম জল খাওয়া থেকে স্নান করছেন, হার্টের রোগীরা এখনই সাবধান হোন, না হলেই চরম বিপদ


সমীক্ষায় দেখা গেছে, গরম জল দিয়ে স্নান করলে হঠাৎ করে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকী হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা বাড়ে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা ভুলেও গরম জল দিয়ে স্নান করবেন না।

27


একটানা গরম জল দিয়ে স্নান করলে ছেলেদের ফার্টিলিটি কমে যায়। ছেলেরা দীর্ঘ সময় গরম জল দিয়ে স্নান করলে সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। তাই ছেলেদের সবসময় ঠান্ডা জল দিয়ে স্নান করা উচিত। 

37

গরম জল দিয়ে স্নান করলে ত্বকের আদ্রর্তা কমে যায়। যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে ত্বকের সৌন্দর্য হ্রাস পায়। তাই প্রয়োজন না পরলে গরম জলে স্নান করা বন্ধ করে দিন।

47

ঠান্ডা জলে স্নান করলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তার ফলে নানা ধরনের সংক্রমনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

57

গরম জলে স্নান করলে রক্তচাপে পরিবর্তন দেখা যায়। যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

67


গরম জলে স্নান করলে মাথা ঘোরা, শরীর দুর্বল এই ধরনের নানা সমস্যা দেখা যায়। গবেষণায় দেখা গেছে, গরম জলে স্নান করলে শরীরের রক্তচাপে হেরফের হয় এবং শরীরে এই ধরনের সমস্যা দেখা যায়।

77


খাবার খাওয়ার পর ভুল করেও গরম জলে স্নান করবেন না। এতে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। অতিরিক্ত গরম জল পান করলে আপনার জল পান করার চাহিদা নষ্ট হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos