ওজন বৃদ্ধির ভয়ে আলু খাওয়া বন্ধ, বিশেষজ্ঞদের মত জানলে বদলাবেন সিদ্ধান্ত

আলুর সম্বন্ধে ভয় দূর করার আগে জেনে নিন এর পুষ্টিগুণ। আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো ফাইবার বা তন্তু, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ্জ্জ প্রোটিন আছে। আলুর মধ্যে ভাতের তুলনায় শর্করা কম থাকলেও অন্যান্য উপাদান বেশি আছে। প্রয়োজনীয় পুষ্টিগুণ বেশি থাকায় এটি একটি সুষম খাবার হিসেবে পরিচিত। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা ব্যবহৃত সবজিগুলোর মধ্যে অন্যতম। 

deblina dey | Published : Mar 2, 2021 7:21 AM IST

110
ওজন বৃদ্ধির ভয়ে আলু খাওয়া বন্ধ, বিশেষজ্ঞদের মত জানলে বদলাবেন সিদ্ধান্ত

প্রতি ১০০ গ্রাম আলুতে রয়েছে ১৯ গ্রাম শর্করা, ভিটামিন ০.০২ গ্রাম, ফাইবার ২.২ গ্রাম, খনিজ লবণ ০.৫২ গ্রাম, পটাশিয়াম লবণ ০.৪২ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ২ গ্রাম।

210

অপরদিকে ১০০ গ্রাম চালে রয়েছে ৮০ গ্রাম শর্করা, ভিটামিন আছে মাত্র ০.০০২ গ্রাম, ফাইবার ১.৩ গ্রাম, খনিজ লবণ ০.২৮ গ্রাম, উদ্ভিজ প্রোটিন ৭.১৩ গ্রাম।

310

পুষ্টিবিদদের মতে, আলুতে থাকা কার্বোহাইড্রেট বা শ্বেতসার সরল বলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। ১০০ গ্রাম আলুতে রয়েছে প্রচুর ক্যালোরি। 

410

আলুর চিপস্ বা ফ্রেঞ্চফ্রাই এর সঙ্গে আলুর তুলনা করলে হবে না। কারণ সেক্ষেত্রে আলুর সঙ্গে থাকে বাড়তি তেল। 

510

 উল্টে আলুর এই ধরনের খাবার কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তবে সেদ্ধ বা সবজি রান্নার সময় এর পুষ্টিগুণ প্রায় একই থাকে বললেই চলে। 

610

পুষ্টিবিদদের মতে তাই  ডায়েট থেকে আলু বাদ দেওয়াটা মোটেই যুক্তিসঙ্গত বিষয় নয়। আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

710

আলুতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার তাই খাবার হজমেও সাহায্য করে। কিডনি ভালো রাখে। সেদ্ধ আলু মানেই কার্বোহাইড্রেট।

810

এছাড়াও আলুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি।

910

শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলুতে থাকা এই পুষ্টিগুন গুলি, তাই ডায়েট থেকে বাদ না দিয়ে পাতে অবশ্যই রাখুন আলু। 

1010

তবে ব্লাড সুগার-এর মত সমস্যা থাকলে তা পাত থেকে দূরে রাখুন। চিকিৎসকের পরামর্শ নিন, ভালো খান, সুস্থ থাকুন।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos