Symptoms of Liver Cancer: এই কয়টি লক্ষণ দেখলে সতর্ক হন, হতে পারে লিভার ক্যান্সার

একের পর এক কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সুগার, প্রেসার, কিডনির রোগ আজ ঘরে ঘরে। এই সবের সঙ্গে বাড়ছে ক্যান্সার। এই রোগ থাবা বসাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ওপর। স্তন ক্যান্সার, লিভার ক্যান্সার, প্রোস্টেট লিভার ক্যান্সার, অগ্ন্যাশয় ক্যান্সার, কোলন ক্যান্সারে যেমন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, তেমনই বাড়ছে লিভার ক্যান্সারে (Liver Cancer) আক্রান্তের সংখ্যা। এই রোগ শরীরে বাসা বেঁধেছে কী না তা বোঝা যায় এই কয়টি লক্ষণ দেখলে। তাই সতর্ক হন। 

Sayanita Chakraborty | Published : Feb 3, 2022 8:11 PM
110
Symptoms of Liver Cancer: এই কয়টি লক্ষণ দেখলে সতর্ক হন, হতে পারে লিভার ক্যান্সার

ওজন কমানোর জন্য চলে জোড় কসরত। কিন্তু, হঠাৎ করে অধিক ওজন কমা মোটেও ভালো কথা নয়। অধিক ওজন হ্রাস পেলে ডাক্তারি পরামর্শ নিন। শরীরে ক্যান্সার বাসা বাঁধলে ওজন হ্রাস পায় সবার আগে। লিভার ক্যান্সারের ক্ষেত্রে এই লক্ষণ সবার আগে দেখা যায়। তাই এমন বুঝলে ডাক্তারি পরামর্শ নিন।

210

পেটে ব্যথা ও ফোলা ভাব মোটেও ভালো কথা নয়। যদি পেটে ব্যথা অনুভব করেন তাহলে তৎক্ষণাত ডাক্তারি পরামর্শ নিন। ক্যান্সার শরীরে বাসা বাঁধলে বিশেষত লিভার ক্যান্সারে আক্রান্ত হলে পেট ব্যথা হয়। এমনকী, রোগীর পেটে ফোলা ভাব দেখা যায়। তাই এমন সমস্যা ফেলে না রাখাই ভালো। 

310

লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের ত্বকে পরিবর্তন হয়। এই রোগ শরীরে বাসা বাঁধলে ত্বকে হলুদ ভাব দেখা যায়। তাই এমন লক্ষণ দেখলে সতর্ক হওয়া প্রয়োজন। 

410

ক্যান্সার আক্রান্ত হলে খিদে কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের সবার আগে খিদে কমে যাওয়ার সমস্যা দেখা যায়। 

510

সারাক্ষণ বমি বমি ভাব কিংবা বমি হওয়া মোটেও ভালো কথা নয়। এই লক্ষণ দেখলে ডাক্তারি পরামর্শ নিন। লিভার ক্যান্সারে আক্রান্ত হলে এমন লক্ষণ দেখা যায়। 

610

সারাক্ষণ ক্লান্তি বোধ, কোনও কাজে উদ্যোগ না পাওয়া, কিংবা দুর্বলতা দেখা দিলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। এমন লক্ষণ ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায়। লিভার ক্যান্সার হলে এমন সমস্যা দেখা দিতে পারে। 

710

লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের চোখে পরবর্তন দেখা যায়। এই রোগ শরীরে বাসা বাঁধলে চোখ সাদা হয়ে যায়। যদি চোখ ফেকাসে লাগে কিংবা সাদা ভাব দেখেন তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। 

810

রোগ থেকে বাঁচতে চাইলে সবার আগে পরিবর্তন করুন খাদ্যতালিকায়। জাঙ্ক ফুড, অতিরিক্ত রেস্তোরাঁর খাবার মোটেও শরীরের জন্য ভালো নয়। এতে লিভার ক্যান্সারে ঝোঁক বাড়ে। 

910

অত্যাধিক মদ্যপানের কারণে হতে পারে লিভার ক্যান্সার। অত্যাধিক মদ্যপানের জন্য একাধিক রোগ শরীরে বাসা বাঁধে। তার মধ্যে একটি হল ক্যান্সার। তাই সুস্থ থাকতে চাইলে মদ্যপান ও ধূমপান বন্ধ করুন। 

1010

হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাস হলই রোগের প্রধান কারণ। এছাড়া, সিরোরিস, আর্সেনিক, দুষিত জল, স্হূলতা, ডায়াবেটিসের থেকে হতে পারে লিভার ক্যান্সার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos