বেইজিং ভিত্তিক সিনোভেক বায়োটেক
চিনের এই বায়োফর্মাসিউটিক্যাল সংস্থাটি এই প্রতিষেধক তৈরির ক্ষেত্রে অনেকটাই আশাবাদী। কারণ, এর আগে ২০০৩ সালে সার্স ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক তৈরি করেছিল এই সংস্থা। চিন বিজ্ঞানীরা কোরোনাভাইরাস প্রতিষেধক হিসেবে সফলভাবে একটি ভ্যাকসিন বানরের শরীরে পরীক্ষা করেছেন বলে দাবি করা হয়েছে। এই পরীক্ষাটি চালানোর জন্য, গবেষকরা বানরের উপর প্রয়োগ করে যা একটি চিন বায়োফর্মাসিউটিক্যাল সংস্থা সিনোভাক বায়োটেক তৈরি করেছে।