শরীরে কি এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, সাবধান স্টোনের সমস্যা থাকতেই পারে আপনার

গলব্লাডার স্টোন হয়েছে, এটা খুব সহজেই আশপাশ থেকে শুনে থাকি আমরা। বা অধিকাংশ সময়ই আমাদের চেনা পরিচিতদের এই সমস্যা ভুগতে দেখি। তবে এই বিষয় সতর্ক খুব একটা আমরা অনেকেই নই। অথচ খুব সহজেই কিছু লক্ষণ দেখে সতর্ক হওয়া যায়। 

Jayita Chandra | Published : Aug 31, 2021 1:54 PM IST

18
শরীরে কি এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, সাবধান স্টোনের সমস্যা থাকতেই পারে আপনার

কখন এই সমস্যা দেখা যায় আমাদের শরীরে-রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এই সমস্যা দেখা যায়। ফলে আগে থেকে সাবধান।

28

যাদের শরীরে বিলিরুবিন অধিকমাত্রায় দেখা যায় তাদের এই সমস্যা হয়ে থাকে, তাদের এই সমস্যা দেখা যায়। পেট গরম, পিত্তি বা হাতের তালু গরম দেখে বুঝতে পারবেন।

38

অনেকে না খেয়ে অনেক ক্ষণ থাকেন, তাদের পিত্তরস জমে পাথর সৃষ্টি হয়, তা থেকেও সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাই সতর্ক থাকুন। 

48

পেটে মাঝে মধ্যেই ব্যাথা হওয়া - পেটের ডান দিকের ওপরে ব্যাথা হতে শুরু করে। প্রথম দিকে হালকা ব্যথা হওয়, পরবর্তীতে তা পিঠ পর্যন্ত ছড়িয়ে যায়। ডান কাঁধে ব্যথা হতে থাকে।

58

গায়ে হালকা জ্বর থাকা- গায়ে হালকা জ্বর থাকে। মাঝে মধ্যেই কোনও কারণ ছাড়াই কাঁপুনি দিয়ে জ্বর আসতে থাকে। এই জ্বরের ফলে শরীরে ছোট বড় নানা সমস্যা দেখা দেয়।

68

মাঝে মধ্যেই বমি ভাব- অনেকেরই গা বমির ভাব দেখা যায়। তাদের কাছে এই বিষয়টা খুব স্বাভাবিক। তাই এই উপসর্গকে বিশেষ করে অনেকেই এড়িয়ে যেতে থাকে। তাতেই সমস্যা সৃষ্টি হয়

78

অতিরিক্ত ঘাম হতে থাকা- অনেকেই আছেন যারা অতিরিক্ত ঘামতে থাকেন। গা থেকে জল বেরিয়ে লো প্রেসারে ভুগতে থাকেন। তাদেরও গলব্লাডারের সম্ভাবনা থেকে যায়।

88

লিভাবে সমস্যা- অনেকের জন্ডিসের ধাত থাকে। লিভারের সমস্যা থেকে থাকে। তাদেরও গলব্লাডারের সম্ভাবনা থেকে যায়। তাই আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন।

Share this Photo Gallery
click me!
Recommended Photos