সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম আর স্বাস্থ্যকর জীবনযাপনে উচ্চতা বৃদ্ধি সম্ভব। মানুষের উচ্চতা কেমন হব তা জিনের ওপর নির্ভর করলেও, জীবনযাত্রার পরিবর্তনে উচ্চতা বৃদ্ধি সম্ভব। তা ছাড়া সঠিক ব্যায়াবে যে কোনও বয়সে বাড়তে পারে আপনার উচ্চতা। এমন ধারণা প্রচলিত। এই কারণে উচ্চতা বৃদ্ধির জন্য অনেকে সাঁতার কাটেন, কেউ যোগা করেন তো কেউ করে থাকেন স্ট্রেচিং এক্সারসাইজ।