এথনিক কিংবা ওয়েস্টার্ন লুকেই হোক কিংবা যে কোনও সাজে, উচ্চতার সঠিক না হলে সকলের নজর কাড়া বেশ কঠিন। উচ্চতা নিয়ে অনেকেই চিন্তায় ভোগেন। নিজের উচ্চতা বৃদ্ধি করা বেশ কঠিন। আবার এই উচ্চতা সব বয়সে বাড়ে না। সেই কারণে অনেক মায়েরা বাচ্চার উচ্চতা বৃদ্ধির জন্য তাকে ছোট বয়সে সাঁতারে ভর্তি করে থাকেন কিংবা ব্যায়ামে ভর্তি করে থাকেন। এ তো গেল ছোট বয়সের কথা। এখন প্রশ্ন হল ২৫-এর পরও কী ওজন বৃদ্ধি করা সম্ভব?