অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন, কাজের এনার্জি হারাচ্ছে, সারাদিনে এই ছয় খাবারই আপনাকে করবে সতেজ

কেবলই সুস্বাস্থ্যই নয়, শরীরকে ভেতর থেকে তরতাজা করে তুলতে নিজের যত্ন নিন, সঙ্গে বদলে ফেলুন নিত্য দিনে দিনের খাদ্য তালিকা। কী খাচ্ছেন আর কী এড়িয়ে যাচ্ছেন তার ওপর নির্ভর করে অনেক কিছুই। 

Jayita Chandra | Published : Feb 25, 2021 5:39 PM / Updated: Feb 25 2021, 05:41 PM IST
18
অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন, কাজের এনার্জি হারাচ্ছে, সারাদিনে এই ছয় খাবারই আপনাকে করবে সতেজ

সেই দিকে নজর দিয়ে এই শরীরে নিস্তেজভাব ও জরতা কাটিয়ে নতুন উদ্যমে দিন শুরু করার কথা ভাবুন। 

28

শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে জেনে নিন কোন কোন খাবারগুলো আপনার খাদ্যতালিকায় থাকা একান্ত বাঞ্ছনীয়। 

38

১. কিসমিসঃ কিসমিস প্রতিদিন রাতে শোওয়ার সময় একগ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে সেই জল খেয়ে নিলে উপকার পাবেন। 

48

২. ডিমঃ খাদ্যতালিকায় অতিঅবশ্যই একটি করে সেদ্ধ ডিম রাখুন। তা শরীরে পুষ্টির অভাব অনেকখানি মিটিয়ে দেবে। 

58

৩. লেবুঃ শরীরের ক্লান্তি মেটাতে লেবুর গুণাগুণ অনস্বীকার্য। ফলেই ক্লান্তি কাটাতে লেবুর রস সঙ্গে টিনি  ও পুদিনা দিয়ে পান করা যেতে পারে। 

68

৪. পিঁয়াজঃ দিনের যেকোনও স্যালাডের সঙ্গে বা খাবারের সঙ্গে খানিকটা কাঁচা পিঁয়াজ খান। দেখবেন থেকে শরীরের অনেকখানি উপকার হচ্ছে। শরীরে চর্বির পরিমাণও কমিয়ে দেয়। 

78

৫. জিরেঃ জিরে জলে ভিজিয়ে খেলে তা শরীরকে অনেকখানি হালকা ও ফুরফুরে করতে সাহায্য করে। ফলে জিরে ভেজানো  জল সকালে উঠে খেয়ে ফেলতে পারেন।  

88

৬. গ্রিন টিঃ প্রতিদিন চা পান করার অভ্যাস অনেকেরই রয়েছে। সেই অভ্যাস কাটিয়ে এবার গ্রিন টি পান করলে  শরীর অনেকখানি ফ্রি থাকে, এবং কাজের উদ্যম জাগে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos