ঠাণ্ডায় গরম খাওয়া, গরম জলে স্নান, পেট গরম রুখতে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন এই পাঁচ
শীত কালে এমনিতেই সকলের গায়ে থাকে গরম জামা। খাবারও প্রায় খাওয়া হয় গরমা গরম। তার ওপর আবার জুড়ে যায় গরম জলে স্নান। যার ফলে মাঝে মধ্যেই পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা দেখা দেয়। তাই এই সময় পেট ঠাণ্ডা রাখতে অবশ্যই কয়েকটি জিনিস খেতে ভুলবেন না।