প্রিয়জনের সিগারেটের নেশা ছাড়াতে চান, অবশ্যই পাতে দিন এই কয়েকটি খাবার

সিগারেট স্বাস্থ্যের জন্য ঠিক কতটা ক্ষতিকারক তা হয়তো সকলেই জানা। কীভাবে সিগারেট থেকে শরীরের ক্ষয় হয়ে থাকে তা নিয়ে নিত্য মানুষকে সচেতন করে চলেছে সকলেই। অথচ সবটা জেনেও সিগারেট ছাড়তে পাড়ছেন না অনেকেই। তাদের জন্য রইল এবার মোক্ষম দাওয়াই... এই কয়েকটি খাবার খেলেই কাটবে সিগারেটের নেশা

Jayita Chandra | Published : Oct 7, 2020 9:17 PM IST
18
প্রিয়জনের সিগারেটের নেশা ছাড়াতে চান, অবশ্যই পাতে দিন এই কয়েকটি খাবার

গাজর- মিষ্টি খাবর থেকে দূরে থাকতে হবে। গাজরের স্বাদ সিগারেটের স্বাদকে তেঁতো করে তোলে। তাই গাজর প্রতিদিন স্যালাডে রাখুন। 

28

আদাঃ সঙ্গে রাখতে পারেন আদা কুঁচি। সিগারেট খেতে ইচ্ছে হলেই মুখে পুরে দিতে পারেন আদা। এতে সিগারেটের নেশা অনেক কমে যাবে। 

38

বাদামঃ একমুঠো বাদাম শরীরের যেমন উপকার করে, ঠিক তেমনই তা সিগারেটের নেশা কাটাতেও সাহায্য করে। 

48

মুখোরোচক খাবার- কোনও নোনতা জাতীয় খাবার খেলে সিগারেট খাওয়ার নেশা অনেকটা কমে যায়। তাই কোনও খাবারে খানিক নুন মিশিয়ে খেয়ে নিলেই মেলে সুরাহা। 

58

দুধঃ দুধ মুখে সিগারেটের স্বাদ নষ্ট করে দেয়। তাই প্রতিদিন খাবারের তালিকাতে দুধ রাখতে ভুলবেন না।

68

লেবুঃ সিগারেটের নেশা যাদের তাঁদের শরীরে ভিটামিন সি কমে যায়। এর ফলে শরীরে নানা বিধ সমস্যা দেখা যায়। তাই তাদের খাদ্যতালিকাতে রাখতে হবে লেবু।

78

সুগার ফ্রিম চুইনগাম- যখনই সিগারেটের ইচ্ছে হবে, তখনই মুখে চুইগাম বা লজেন্স পুরে ফেলুন, প্রথম কয়েকদিন কষ্ট হলেও পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হবে। 

88

তাই সিগারেট যদি ছাড়াতে হয়, তবে অবশ্যই খাবারের মেনুতে এই জিনিসগুলো রাখতে হবে, এবং তা অভ্যাস করতে হবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos