রক্তদান শিবিরেও রাজনীতি, সিপিএম কার্যালয়ে তাণ্ডব 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতী'দের

রাজনীতির রং লাগল রক্তদান শিবিরেও! সিপিএম-এর পার্টি অফিসে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাল 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতী'রা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হাওড়ার ডোমজুড়ে। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।
 

Asianet News Bangla | Published : Sep 5, 2020 10:24 AM IST / Updated: Sep 05 2020, 03:56 PM IST

15
রক্তদান শিবিরেও রাজনীতি, সিপিএম কার্যালয়ে তাণ্ডব 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতী'দের

জনসভা বা মিছিল নয়, করোনা আবহে শনিবার ডোমজুড়ে বাঁকড়া এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে সিপিএম স্থানীয় নেতৃত্ব। করবপাড়া পার্টি অফিসের সামনে প্যান্ডেল করে চলছিল শিবির।
 

25

সকাল থেকে অনেকে সেখানে গিয়ে রক্তদান করেন। সবকিছু ঠিকঠাকই ছিল। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় গন্ডগোল শুরু হয় বেলার দিকে।
 

35

স্থানীয় এক তৃণমূল নেতার নেতৃত্বে জনা পনেরো দুষ্কৃতী অতর্কিতে রক্তদান শিবিরের হামলা চালায় বলে অভিযোগ। চেয়ার-টেবিল- রক্ত সংগ্রহের সরঞ্জাম, বাদ যায়নি কিছু। নির্বিচারে চলে ভাঙচুর।
 

45

খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় ডোমজুড় থানা ও স্থানীয় বাকড়া আউটপোস্টের পুলিশ। রক্তদান শিবির থেকে উদ্ধার হয় একটি বোমা! অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। 
 

55

সিপিএম-এর হাওড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মোহন্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ, লাল ঝান্ডার কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পমাফিক রক্তদান শিবিরের হামলা চালিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos