বিলাসবহুল গাড়ি
সুরেশের বাড়ির গ্যারাজে রয়েছে ল্যাম্বোরগিলি, পোর্শেস, রোলস রয়েস, ফেরারিস, বেন্টেলিস, মার্সিডিস, বিএমডাব্লু, ল্যান্ড রোভার। সব গাড়ি এদিন বাজেয়াপ্ত করে ইডি। সেগুলিকে নিয়ে যাওয়া হয় রীতিমত সারি দিয়েছ জামা কাপড় আর জুতোর সম্ভারও যে কোনও ধনী মানুষকে লজ্জায় ফেলে দিতে পারে বলে জানিয়েছেন ইডি কর্তারা।