২০১৯ সালের ৫ অগস্ট কাশ্মীরের ইতিহাসে না ভোলা একটা দিন। ভারত সরকার সংসদে ঘোষণা করে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের কথা। তারপর থেকে টানা ৭ মাস ধরে কারফিউ চলছে ভূস্বর্গে। সীমিত রয়েছে ফোন ও ইন্টারনেট সেবা। গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক নেতাদের। এই পরিস্থিতে বিশ্বের কাছে সংঘর্ষ কাশ্মীরের না দেখা তেহারা তুলে ধরেছেন তিন কাশ্মীরি চিত্রসাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান ও ছান্নি আনন্দ। আর এই অনন্য কাজের স্বীকৃতি হিসেবে এবার তাঁদের হাতে উঠে এল ২০২০ সালের পুলিৎজার পুরস্কার। আসুন দেখে নেওয়া যাক লকডাউনে থাকা কাশ্মীরিদের জীবনযাপনের অনন্য যেসব দলিল লেন্সবন্দি করে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কার জিতলেন ইয়াসিন, মুখতার ও আনন্দ।