করোনা সংক্রমণ আটকাতে দেশজুড়ে চলছে লকডাউন। তার মধ্যেই খুলল কেজারনাথ মন্দিরর প্রধান ফটক। বুধবার সকাল ৬টা বেজে ১০ মিনিটে ১৬ জনকে সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছন পুরোহিত। তবে মন্দির খুললেও দর্শন আপাতত বন্ধই থাকছে। কারণ মহামারী করোনায় গোটা দেশ বিধ্বস্ত। এই পরিস্থিতিতে তীর্থযাত্রীদের কোনওভাবেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। তবে ভক্তদের দর্শনের অনুমতি না থাকলেও প্রথাগত উপায়েই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় মন্দিরের প্রধান ফটক। চার ধামের অন্যতম কেদারনাথ রুদ্রপ্রয়াগে অবস্থিত। এটি ভগবান শঙ্করের আবাস।