৭৫-এর স্বাধীনতা দিবসে পদার্পণ ভারতের, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিন সেরা এই ১০ উক্তি

Published : Aug 15, 2021, 10:08 AM IST

৭৫ বছর আগে আজকের দিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। আজ ১৫ আগস্ট।   আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। লকডাউন, কোভিড বিধি মেনেই চলছে স্বাধীনতা দিবস উদযাপন। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিয়জনদের শুভেচ্ছা জানান, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেয়ার করুন এই মেসেজগুলি। এর পাশাপাশি মহান নেতা ও স্বাধীনতা সংগ্রামীদের উক্তির মাধ্যমে নিজের মনে প্রাণের সঞ্চার করুন।  

PREV
110
৭৫-এর স্বাধীনতা দিবসে পদার্পণ ভারতের, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নিন সেরা এই ১০ উক্তি
'তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'- সুভাষচন্দ্র বসু
210
'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর' -- নৈবদ্য, রবীন্দ্রনাথ ঠাকুর
310
'মনের স্বাধীনতা হল আসল স্বাধীনতা, যে মানুষ চেনে বাঁধা নেই, অথচ তাঁর মন স্বাধীন নয়, তিনি কোনওভাবেই স্বাধীন নন, আসলে তিনি একজন দাস'-- বি আর অম্বেদকর
410
'মনের স্বাধীনতা হল আসল স্বাধীনতা, যে মানুষ চেনে বাঁধা নেই, অথচ তাঁর মন স্বাধীন নয়, তিনি কোনওভাবেই স্বাধীন নন, আসলে তিনি একজন দাস'-- বি আর অম্বেদকর
510
'শত্রুর গুলির সামনে আমরা বুক চিতিয়ে দাঁড়াব, আমরা স্বাধীন ছিলাম, স্বাধীন-ই থাকবো'- চন্দ্রশেখর আজাদ
610
'সারফোস-ই কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজু-এ-কাতিল মে হ্যায়'- রামপ্রসাদ বিসমিল
710
'স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এই অধিকার নিয়েই থাকব'- বাল গঙ্গাধর তিলক
810
'বন্দে মাতরম'-- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
910
। 'ইনকিলাব জিন্দাবাদ'- ভগৎ সিং
1010
'জয় জওয়ান- জয় কিষাণ'- লাল বাহাদুর শাস্ত্রী
click me!

Recommended Stories